স্বৈরাচার আর রাজাকারের মিথ্যা গানে, দেশের বুকে ফোটে বিষের দানে। সেই দুরন্ত রাতের কালো ছায়া, মৃত্যুর মিছিলে কে কার পরিচয়!
স্বৈরাচারী শক্তি লাল মসনদে বসে, গণতন্ত্রের মুখে লাগায় অন্ধকারের ঘোমটা। বিচারের চাকা থেমে যায় পথে, সত্যের পথে জেগে ওঠে প্রতিবাদের কণ্ঠা।
রাজাকারীর মুখোশে লুকিয়ে আছে ভয়, দেশপ্রেমের মুখে ছুরি বসানো কত বার। মুক্তিযুদ্ধের চেতনা দূর থেকে দেখে যায়, কাদের ছিল বিশ্বাস, কাদের ছিল প্রহসন?
তবু আশা আছে, তবু জেগে আছি, দেশের মানুষ লড়াইয়ে এখনও একত্রিত। স্বৈরাচারের দিন ফুরিয়ে আসবে নিশ্চয়, রাজাকারীর মুখোশ খসে পড়বে একদিন।